আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Solution
Correct Answer: Option D
- এশিয়া মহাদেশ ও উত্তর আমেরিকার মাঝখানে বেরিং প্রণালী অবস্থিত।
- এই প্রণালীটি প্রশান্ত মহাসাগরের উত্তরাংশে রয়েছে।
- এটি এশিয়া মহাদেশের রাশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশের আলাস্কাকে (যুক্তরাষ্ট্র) পৃথক করেছে।
- বেরিং প্রণালী উত্তরে চুকচি সাগর (আর্কটিক মহাসাগরের অংশ) এবং দক্ষিণে বেরিং সাগরকে সংযুক্ত করেছে।
- এই প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশে প্রস্থ প্রায় ৮২ কিলোমিটার।
- শীতকালে এই প্রণালী প্রায়শই বরফে জমে যায়, যার ফলে তখন হেঁটেই এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাওয়া সম্ভব হতো বলে ধারণা করা হয়।