সে এখন যাবে না। এই বাক্যে 'না' কোন পদ?

A বিশেষণ

B অব্যয়

C ক্রিয়াবিশেষণ

D অনুসর্গ

Solution

Correct Answer: Option C

যে পদ ক্রিয়া সংঘটনের ভাব ,কাল বা রুপ নির্দেশ করে ,তাকে ক্রিয়া বিশেষণ বলে। না, নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বুঝায় ,তাই একে নেতিবাচক ক্রিয়া বিশেষণ বলে।এগুলো সাধারণত ক্রিয়ার পরে বসে ।
যেমনঃ 
- সে এখন যাবে না
- তিনি বেড়াতে যান নি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions