Solution
Correct Answer: Option B
দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার। যথা-
১.শব্দের দ্বিরুক্তি (রোজ রোজ, কেউ কেউ),
২.পদের দ্বিরুক্তি (হেসে হেসে, চোরে চোরে) ও
৩. অনুকার দ্বিরুক্তি (শন শন, খিল খিল)।
কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রুপকে ধন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধন্যাত্মক দ্বিরুক্তি /দ্বিত্ব ধন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব ,আধিক্য ইত্যাদি বোঝায় । যেমন একই (ধন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ -ধক ধক ,ঝন ঝন ,পট পট ।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।