Solution
Correct Answer: Option D
- রুই মাছের বৈজ্ঞানিক নাম হলো Labeo rohita।
- এটি বাংলাদেশ ও ভারতের মিঠা পানির অন্যতম প্রধান মাছ এবং কার্প জাতীয় মাছের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।
- অন্যান্য অপশন গুলোর মধ্যে, Catla catla হলো কাতলা মাছের বৈজ্ঞানিক নাম।
- Tenualosa ilisha হলো ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, যা বাংলাদেশের জাতীয় মাছ।
- Arius gagora হলো গাগলা বা গাগরা মাছের বৈজ্ঞানিক নাম।