অসহায়ের পাশে দাঁড়াও।- এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?

A যারা অসহায়, তাদের পাশে দাঁড়াও।

B কিছু লোক আছে অসহায়; তাদের পাশে দাঁড়াও।

C পাশে দাঁড়াতে হবে, যারা কিনা অসহায়।

D অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে।

Solution

Correct Answer: Option B

পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে ,তাকে যৌগিক বাক্য বলে ।
সরল বাক্যকে যৌগিক বাক্যে রুপান্তর করতে হলেঃ সরল বাক্যের কর্তা ও সমাপিকা ক্রিয়া অপরিবর্তিত থাকবে । সরল বাক্যের অসমাপিকা ক্রিয়া সম্প্রসারিত হয়ে নিরপেক্ষ উপবাক্যে পরিণত হবে ।প্রধান 'উপবাক্যগুলোকে 'ও' ,'আর ' , 'এবং ' ,'বা' ,'কিংবা ' ,'অথবা ' ,'নচেৎ ' ,'কিন্তু ' , 'তবে' ,তথাপি ইত্যাদি অব্যয় সহযোগে পরস্পরকে সংযুক্ত করে নিতে হবে ।
যেমনঃ
- সরল বাক্য 'অসহায়ের পাশে দাড়াও ' । এর যৌগিক রুপ -কিছু লোক আছে অসহায়; তাদের পাশে দাঁড়াও ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions