Solution
Correct Answer: Option C
- মানুষের চোখের রেটিনায় কোন কোষের ত্রুটির কারণে বর্ণ সঠিকভাবে চিনতে না পারার অক্ষমতাকে বর্ণান্ধতা বলে এবং এটি একটি এক্স-লিংকড বা সেক্স-লিংকড বৈশিষ্ট্য।
- হিমোফিলিয়া হলো একটি বংশগত রক্তক্ষরণজনিত রোগ যেখানে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর অনুপস্থিত থাকে, এটিও এক্স-লিংকড ইনহেরিটেন্সের উদাহরণ।
- মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টি চোখের একটি সমস্যা যার কিছু জিনগত কারণ থাকতে পারে, এবং কিছু ক্ষেত্রে এটি এক্স-লিংকড হতে পারে।
- অন্যদিকে, জন্ডিস কোনো জিনগত রোগ বা সেক্স-লিংকড ইনহেরিটেন্স নয়; এটি সাধারণত লিভারের সমস্যা বা রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার লক্ষণ মাত্র।
- তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে একমাত্র জন্ডিস সেক্স-লিংকড ইনহেরিটেন্স নয়।