৬ জন পুরুষ এবং ৫ জন মহিলা ৬ দিনে একটি কাজ শেষ করতে পারে, ৪ জন পুরুষ এবং ৫ জন মহিলা ঐ কাজ ৮ দিনে শেষ করতে পারে। ৮ জন পুরুষ এবং ২০ জন মহিলা ঐ কাজটি কত দিনে শেষ করতে পারবে?

A

B

C

D

Solution

Correct Answer: Option B

এখানে ,
৬ জন পুরুষ ও ৫ জন মহিলা ১ দিনে করে ১/৬ অংশ
৪    "     "         ৫ "       "       ১  "     "       ১/৮ অংশ
____________________________________________________________
২ জন পুরুষ ১ দিনে করে   =(১/৬-১/৮) অংশ
২   "      "     ১   "      "      =১/২৪ অংশ
 ১"      "     ১   "      "      =১/(২৪ × ২)অংশ'
৪ "      "     ১   "      "      =১× ৪/(২৪ × ২)অংশ'
                                       =১/১২ অংশ

এখন ৪ জন পুরুষ ও ৫ জন মহিলা ১ দিনে করে ১/৮ অংশ
এবং  ৪ জন পুরুষ   ১ দিনে করে   ১/১২ অংশ
অতেবন ,৫  জন মহিলা ১ দিনে করে ১/৮-১/১২ অংশ
                                                      =৩-২ /২৪ অংশ
                                                     =১/২৪ অংশ

তাহলে ২০ জন মহিলা ১ দিনে করে  (১×২০)/(২৪×৫)
                                                     =১/৬ অংশ

অতএব , ৮ জন পুরুষ ও ২০ জন মহিলা ১ দিনে করে =(১/৬+১/৬) অংশ
                                                                               =(১+১)/৬ অংশ
                                                                               =২/৬-১/৩ অংশ

              ১/৩ অংশ করে ১ দিনে
অতএব , ১ অংশ করে   ৩×১ =৩ দিনে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions