'পরীক্ষা আসলে চোখের জল ঝরে।'- 'চোখের' কোন কারকে কোন বিভক্তি?
Solution
Correct Answer: Option A
- কারক: বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে।
- অপাদান কারক: যা থেকে কিছু বিচ্যুত, গৃহিত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকে অপাদান কারক বলে। অর্থাৎ, কোনো কিছু থেকে 'বিচ্যুতি' বা 'খসে পড়া' বোঝালেই তা অপাদান কারক হয়।
উদাহরণ:
- গাছ থেকে পাতা পড়ে। (বিচ্যুত)
- পাপে বিরত হও। (বিরত)
- চোখ থেকে (বা চোখের) জল পড়ে। (বিচ্যুত)
কেন এটি অপাদান কারক?
এখানে 'জল' ঝরছে বা পড়ছে। কোথা থেকে পড়ছে? উত্তর হলো— চোখ থেকে। জল চোখ থেকে বিচ্যুত বা আলাদা হয়ে যাচ্ছে। ক্রিয়া সম্পাদনের উৎস বা স্থান থেকে বিচ্যুতি বোঝালে তাকে অপাদান কারক বলা হয়।