নিচের কোনটি বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ?

A আয়ারল্যান্ড

B বুলগেরিয়া

C পূর্ব জার্মানি

D সোভিয়েত ইউনিয়ন

Solution

Correct Answer: Option C

প্রথম সমাজতান্ত্রিক ও ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১১ জানুয়ারি ,১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ।
দেশ --------------------সময়
পূর্ব জার্মানি -----------১১ জানুয়ারি ,১৯৭২
আয়ারল্যান্ড ---------১১ ফেব্রুয়ারি ,১৯৭২
বুলগেরিয়া ----------১২ জানুয়ারি ,১৯৭২
সোভিয়েত ইউনিয়ন -------২৪ জানুয়ারি ,১৯৭২


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions