'জলবতী মেঘের বাতাস'- গল্পের রচয়িতা কে?

A বেগম রোকেয়া

B সুফিয়া কামাল

C সেলিনা হোসেন

D নির্মলেন্দু গুণ

Solution

Correct Answer: Option C

'জলবতী মেঘের বাতাস' প্রখ্যাত কথাশিল্পী সেলিনা হোসেন-এর একটি উল্লেখযোগ্য উপন্যাস। সেলিনা হোসেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক, যিনি তাঁর লেখায় গ্রামবাংলার জীবন, নারীর সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং লোকপুরাণকে নিপুণভাবে তুলে ধরেছেন। 'জলবতী মেঘের বাতাস' উপন্যাসটি ১৯৭৫ সালে প্রকাশিত হয়। এটি তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ।

- সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ জুন রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ল্মীপুর জেলার হাজীপুর গ্রামে।
- তিনি ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার এবং ২০০৯ সালে একুশে পদক লাভ করেন।

• সেলিনা হোসেন রচিত উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
- জলবতী মেঘের বাতাস (১৯৭৫),
- জলোচ্ছ্বাস (১৯৭২),
- হাঙর নদী গ্রেনেড (১৯৭৬),
- মগ্ন চৈতন্যে শিস (১৯৭৯),
- যাপিত জীবন (১৯৮১),
- নীল ময়ূরের যৌবন (১৯৮২),
- পদশব্দ (১৯৮২),
- চাঁদবেনে (১৯৮৪),
- পোকামাকড় ও ঘরবসতি (১৯৮৬),
- নিরন্তর ঘণ্টাধ্বনি (১৯৮৭),
- ক্ষরণ (১৯৮৮),
- কাঁটাতারে প্রজাপতি (১৯৮৯),
- গায়ত্রী সন্ধ্যা (তিন খণ্ড),
- ঘুমকাতুরে ঈশ্বর ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions