Solution
Correct Answer: Option D
বিষুব রেখার উত্তরে ২৩.৫ ডিগ্রি অক্ষরেখাই হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যানসার এবং দক্ষিণ গোলার্ধে ২৩.৫ ডিগ্রি দক্ষিণে অক্ষরেখাকে মকরক্রান্তি রেখা বলে ।বাংলাদেশের মাঝখানে (চুয়াডাঙ্গা ,ঝিনাইদহ ,মাগুরা ,রাজবাড়ী ,ফরিদপুর ,ঢাকা ,মুন্সিগঞ্জ ,নারায়ণগঞ্জ ,কুমিল্লা,রাঙ্গামাটি ,খাগড়াছড়ি )দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে ।