Solution
Correct Answer: Option B
- 'ধামাধরা' একটি বিশিষ্টার্থক শব্দগুচ্ছ বা বাগধারা।
- শাব্দিক অর্থে 'ধামা' হলো শস্য পরিমাপের বেতের ঝুড়ি বা আধার। যে ব্যক্তি প্রভুর বা কর্তার 'ধামা ধরে' অর্থাৎ তার বোঝা বহন করে বা তার মন জুগিয়ে চলার জন্য হুকুম পালন করে, আলঙ্কারিক অর্থে তাকেই 'ধামাধরা' বা 'তোষামোদকারী' বলা হয়।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী, এর অর্থ— যে খোশামোদ করে অন্যের মত সমর্থন করে; চাটুকার; মোসাহেব বা স্তাবক।
• উদাহরণ: আজকাল অফিসে কাজের চেয়ে ধামাধরা লোকদের পদোন্নতি তাড়াতাড়ি হয়।