Blue economy' কোন বিষয়ের সাথে জড়িত?
A সমুদ্র মাছ এর ব্যবসা এর সাথে
B সমুদ্র গবেষণার সাথে
C সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতির সাথে
D সমুদ্র ভ্রমণ এর সাথে
Solution
Correct Answer: Option C
সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন সম্পদ ও সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতিকে বলা হয় 'ব্লু ইকোনমি ' বা সমুদ্র অর্থনীতি ।অধ্যাপক গুন্টার পাউলি তাঁর The open source from the source গ্রন্থে টেকসই ও পরিবেশবান্ধব মডেল হিসেবে 'ব্লু ইকোনমি'র ধারণা দেন