Solution
Correct Answer: Option D
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র 'সমাচার দর্পণ ' ,যা ১৮১৮ সালের মে মাসে হুগলি জেলার শ্রীরামপুর মিশনারির জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয় ।সংবাদই ছিল এ পত্রিকার প্রাণ ,তবে ধর্ম বা তত্ত্ব আলোচনাও থাকত । এ পত্রিকা কোন ধর্মীয় বিতর্কে না গিয়ে খ্রিষ্টান মতবাদের প্রতি পক্ষপাত পোষণ করতো ।পত্রিকাটি ১৮৪০ সালে বন্ধ হয়ে যায় ।