Solution
Correct Answer: Option D
'আমলার মামলা' নাটকটি প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত। এটি একটি ব্যঙ্গাত্মক নাটক। বাংলা সাহিত্যে প্রগতিশীল ভাবধারার অন্যতম রূপকার শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তিনি গল্প, উপন্যাস ও নাটকের পাশাপাশি প্রবন্ধ এবং শিশুসাহিত্য রচনাতেও বিশেষ অবদান রেখেছেন।
- তিনি ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিম বাংলার হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৮ সালের ১৪ মে ঢাকায় মৃত্যুবরণ করেন।
- তাঁর সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ' আদমজী সাহিত্য পুরস্কার' (১৯৬৬), 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৬২), 'একুশে পদক' (১৯৮৩) এবং 'স্বাধীনতা পুরস্কার' (১৯৯৭) লাভ করেন।
• শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য নাটক:
- আমলার মামলা (১৯৪৯),
- তস্কর ও লস্কর (১৯৫৩),
- বাগদাদের কবি (১৯৫৩),
- কাকর মণি,
- জন্মজন্মান্তর,
- ডাক্তার আবদুল্লাহর কারখানা (১৯৭৩)।
• জেনেরা ভালো:
- আবু ইসহাক রচিত উল্লেখযোগ্য নাটক হলো 'জোক' (১৯৭৯)।
- রোকেয়া সাখাওয়াত হোসেন (বেগম রোকেয়া) মূলত প্রবন্ধ ও উপন্যাস রচনার জন্য বিখ্যাত, তাঁর কোনো উল্লেখযোগ্য নাটকের সন্ধান পাওয়া যায় না।