Solution
Correct Answer: Option B
'প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে' আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান পুরুষ শামসুর রাহমান রচিত প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৯৬০ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের মাধ্যমেই তিনি বাংলা সাহিত্যে একজন আধুনিক ও নাগরিক কবি হিসেবে আত্মপ্রকাশ করেন।
- শামসুর রাহমানকে আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি এবং 'নাগরিক কবি' বলা হয়।
- তাঁর কবিতায় নাগরিক মধ্যবিত্তের জীবন, প্রেম, মানবিকতা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা বারবার উঠে এসেছে।
- তিনি 'স্বাধীনতা তুমি' এবং 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা'-র মতো কালজয়ী কবিতার রচয়িতা।
• শামসুর রাহমান রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)
- রৌদ্র করোটিতে (১৯৬৩)
- বিধ্বস্ত নীলিমা (১৯৬৭)
- নিরালোকে দিব্যরথ (১৯৬৮)
- নিজ বাসভূমে (১৯৭০)
- বন্দী শিবির থেকে (১৯৭২)
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা (১৯৭৪)
- বাংলাদেশ স্বপ্ন দেখে (১৯৭৭)
- বুক তার বাংলাদেশের হৃদয় (১৯৮৮)