বিশ্ব আবহাওয়া সংস্থা বা World Meteorological Organization হল 187 Member States and 6 Member Territories নিয়ে একটি প্রতিষ্ঠান ।
- ১৮৭৩ সালে,আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা থেকে এর উত্পত্তি হয় ।
- বিশ্ব আবহাওয়া সংস্থা ১৯৫০ সালের ২৩ মার্চ প্রতিষ্ঠিত হয় ।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডএর জেনেভাইয় অবস্থিত।
- UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (Inter-governmental Panel on Climate Change) প্রতিষ্ঠিত হয়।
- বিশ্ব আবহাওয়া সংস্থার অধীন The WMO/ESCAP Panel on Tropical Cyclones আরব সাগর ও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়সমূহের নামকরণ করে থাকে।