'ট্রিটি অব ভার্সাই' চুক্তি অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশকে দায়ী করা হয়? 

A যুক্তরাষ্ট্র 

B জার্মানি 

C সোভিয়েত ইউনিয়ন

D জাপান 

Solution

Correct Answer: Option B

- ট্রিটি অব ভার্সাই হল প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে স্বাক্ষরিত শান্তি চুক্তি।
- এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করা হয় এবং তাদের উপর কঠোর ক্ষতিপূরণের শর্ত আরোপ করা হয়।
- এটিই ছিল জার্মানির উপর আরোপিত মূল ক্ষতিপূরণ পরিকল্পনা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions