দুইটি সম্পূরক কোণের সমষ্টি কত?

A ৯০ ডিগ্রি

B ১৮০ ডিগ্রি

C ১৩০ ডিগ্রি

D ১৫০ ডিগ্রি

Solution

Correct Answer: Option B

আমরা জানি, দুইটি কোণের পরিমাপের যোগফল ১৮০° বা দুই সমকোণ হলে, তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ (Supplementary Angle) বলা হয়।
অর্থাৎ, একটি সরলরেখার ওপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০° হলে, কোণ দুটি পরস্পর সম্পূরক।

ধরি, একটি কোণ A এবং অপর কোণটি B.
প্রশ্নমতে, কোণ A ও কোণ B পরস্পর সম্পূরক।
$\therefore$ কোণ A + কোণ B = ১৮০°

শর্টকাট টেকনিক:
মনে রাখার সহজ উপায়:
১. পূরক কোণ (Complementary Angle) = ৯০° (বাংলা বর্ণমালার 'প' আগে আসে, তাই মান ছোট)।
২. সম্পূরক কোণ (Supplementary Angle) = ১৮০° (বাংলা বর্ণমালার 'স' পরে আসে, তাই মান বড়)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions