'মাতামুহুরী' নদী কোথা হতে উৎপন্ন হয়েছে?

A লামার মাইভার পর্বত

B খাগড়াছড়ির বদনাতলী পর্বত

C আসামের লুসাই পাহাড়

D ত্রিপুরার লালমাই পর্বত

Solution

Correct Answer: Option A

- মাতামুহুরী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী।
- এই নদীটি বান্দরবান জেলার লামার মাইভার পর্বত থেকে উৎপন্ন হয়েছে।
- উৎপত্তিস্থল থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে এটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ওপর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- মাতামুহুরী নদীর দৈর্ঘ্য প্রায় ২৮৭ কিলোমিটার।
- এই নদীর প্রধান উপনদীগুলো হলো— ধুরুং, কৈয়ারখাল, হারগাজা খাল প্রভৃতি।
- উল্লেখ্য, বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি ও সমাপ্তি ঘটেছে এমন নদীগুলোর মধ্যে মাতামুহুরী অন্যতম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions