Solution
Correct Answer: Option B
- ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশগুলো হলো মূল তিনটি দেশ— সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক।
- কখনো কখনো বিস্তৃত অর্থে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো দ্বীপপুঞ্জকেও এর অন্তর্ভুক্ত ধরা হয়, কিন্তু এস্তোনিয়া একটি বাল্টিক রাষ্ট্র।
- এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া— এই তিনটি দেশকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়।
- স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের প্রধান অংশ জুড়ে রয়েছে নরওয়ে এবং সুইডেন, আর ডেনমার্ক এর দক্ষিণে অবস্থিত।
- তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে এস্তোনিয়া স্ক্যান্ডেনেভিয়ান দেশ নয়।