Solution
Correct Answer: Option C
'শির' শব্দের অর্থ মাথা এবং 'সংক্রান্তি' হলো মাসের শেষ দিন বা ক্রান্তিকাল। আক্ষরিক অর্থে এর মানে দাঁড়ায় 'মাথার উপর সংক্রান্তি'। তবে বাগধারা হিসেবে 'শিরে-সংক্রান্তি' বলতে আসন্ন বিপদ বা মাথার উপর এসে পড়া বিপদকে বোঝায়। এটি এমন এক পরিস্থিতি যেখানে বিপদ খুব নিকটে এবং যা এড়িয়ে যাওয়া কঠিন।
• উদাহরণ:
- পরীক্ষার আর মাত্র দুদিন বাকি, এখন আমার শিরে-সংক্রান্তি অবস্থা।
- ঋণের দায়ে তার এখন শিরে-সংক্রান্তি।