Solution
Correct Answer: Option D
- কুকুরের (Dog) ডাককে ইংরেজিতে যেমন Bark বলা হয়, ঠিক তেমনি গাধার (Ass/Donkey) ডাককে ইংরেজিতে Bray বলা হয়।
- Hum বলতে সাধারণত গুনগুন শব্দ করা বা ভ্রমরের ডাককে বোঝায়।
- Hiss শব্দটি সাপ বা এই জাতীয় প্রাণীর ফোঁসফোঁস শব্দ বা গর্জনকে নির্দেশ করে।
- Croak শব্দটি ব্যাঙ বা কাকের কর্কশ ডাককে বোঝায়।