Choose the right answer. Chaucer is the representative poet of-
Solution
Correct Answer: Option A
- ১৪ শতকের বিখ্যাত কবি ও লেখক Geoffrey Chaucer ছিলেন একজন কূটনৈতিক, দার্শনিক ও রাষ্ট্রদূত।
- তিনিই প্রথম বিশুদ্ধ ইংরেজি ভাষায় কবিতা লেখেন।
- তার নামনুসারে ১৩৪০-১৪০০ সালে পর্যন্ত এই ৬০ বছরের সময়কালকে ইংরেজি সাহিত্যের Age of Chaucher নামকরণ করা হয়।
তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -
- The Book of the Duchess,
- Troilus and Criseyde,
- The House of Fame, etc.