বিশ্ব বাজারে বাংলাদেশের 'ব্লাক বেঙ্গল' ছাগলের চামড়া কী নামে পরিচিত?
A মেহেরপুর গ্রেড
B চুয়াডাঙ্গা গ্রেড
C ঝিনাইদহ গ্রেড
D কুষ্টিয়া গ্রেড
Solution
Correct Answer: Option D
- বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া ‘কুষ্টিয়া গ্রেড’ নামে পরিচিত।
- এই জাতের ছাগলের চামড়া খুবই উন্নত মানের এবং এর আঁশগুলো বেশ মিহি ও টেকসই হয়ে থাকে।
- কুষ্টিয়া জেলা ও এর আশেপাশের অঞ্চলে এই জাতের ছাগল ব্যাপকভাবে পালন করা হয় বলে আন্তর্জাতিক বাজারে এর চামড়া এই নামে খ্যাতি পেয়েছে।
- বিশ্বের নামকরা জুতা ও চামড়াজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানিগুলো এই চামড়া বিশেষ পছন্দ করে।
- ব্ল্যাক বেঙ্গল ছাগল মূলত মাংস এবং চামড়া—উভয় ক্ষেত্রেই বাংলাদেশের জন্য একটি অর্থকরী সম্পদ।