বাংলাদেশের তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' রপ্তানি হয়েছে-

A ডেনমার্কে

B নরওয়েতে

C ফিনল্যান্ডে

D সুইডেনে

Solution

Correct Answer: Option A

- বাংলাদেশের তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' ডেনমার্কে রপ্তানি করা হয়েছে।
- এটি আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড কর্তৃক নির্মিত একটি জাহাজ।
- ১৫ মে, ২০০৮ সালে জাহাজটি ডেনমার্কে রপ্তানি করার মাধ্যমে বাংলাদেশ জাহাজ রপ্তানিকারক দেশের তালিকায় প্রবেশ করে।
- এই জাহাজটি ছিল বাংলাদেশের সর্বপ্রথম রপ্তানিকৃত সমুদ্রগামী জাহাজ।
- 'স্টেলা মেরিস' একটি বহুমুখী কন্টেইনারবাহী জাহাজ হিসেবে পরিচিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions