'সানসাইন পলিসি'র সাথে সংশ্লিষ্ট দুটি দেশ-
A জাপান-চীন
B জাপান-দক্ষিণ কোরিয়া
C উত্তর কোরিয়া - দক্ষিণ কোরিয়া
D চীন-উত্তর কোরিয়া
Solution
Correct Answer: Option C
- সানশাইন পলিসি (Sunshine Policy) হলো দক্ষিণ কোরিয়ার একটি পররাষ্ট্র নীতি।
- এই নীতিটি গ্রহণ করেছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং।
- এই নীতির মূল উদ্দেশ্য ছিল উত্তর করিয়ার প্রতি কঠোর মনোভাব পরিহার করে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা।
- ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এই নীতিটি কার্যকর ছিল।
- এই নীতির সফলতার কারণে ২০০০ সালে দুই কোরিয়ার মধ্যে প্রথমবারের মতো শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।
- দুই কোরিয়ার মধ্যে শান্তি প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে কিম দায়ে জং ২০০০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- 'সানশাইন পলিসি'র নামকরণ করা হয়েছে ঈশপের একটি বিখ্যাত গল্প থেকে, যেখানে সূর্য তার উষ্ণতা দিয়ে পথিকের গায়ের চাদর খুলে ফেলতে বাধ্য করেছিল।