তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অসংকোচনীয় তরলের ক্ষেত্রে সান্দ্রতার কি ঘটে? 

A স্থির থাকে 

B বৃদ্ধি পায় 

C হ্রাস পায় 

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option C

- তাপমাত্রা বৃদ্ধির সাথে তরলের সান্দ্রতা হ্রাস পায়।
- কারণ তাপমাত্রা বৃদ্ধির ফলে তরলের অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং একে অপরের সাথে সংঘর্ষের হার হ্রাস পায়।
- ফলে তরলের প্রবাহ সহজ হয়ে যায় এবং সান্দ্রতা হ্রাস পায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions