Solution
Correct Answer: Option A
- উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তি থাকায় অ্যালুমিনিয়ামকে বিজারক হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন করা হয়। এই পদ্ধতিকেই গোল্ডথারমিট পদ্ধতি বলে।
- রেল লাইন, ট্রাম লাইন, বড়ো বড়ো মেশিন বা জাহাজের ভগ্ন অংশ মেরামত করতে থামির্ট পদ্ধতি প্রয়োগ করা হয়।