হিটলারের সেনাবাহিনী কোন রণনীতির কারণে চমকপ্রদ বিজয় লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম নয় মাসে নিজেদের অবস্থান দৃঢ় করে?

A ব্লিৎসক্রিগ রণনীতি

B ম্যাজিনো লাইন দুর্ভেদ্যতা নীতি

C শত্রুকে ধোঁকায় রাখার রণনীতি

D নৌ অবরোধ রণনীতি

Solution

Correct Answer: Option A

- জার্মান শব্দ 'ব্লিৎসক্রিগ' (Blitzkrieg)-এর অর্থ হলো 'তড়িৎ যুদ্ধ' বা 'বজ্র যুদ্ধ' (Lightning War)।
- এটি এমন একটি সামরিক কৌশল যেখানে ধীরস্থির যুদ্ধের পরিবর্তে অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন ট্যাংক, সাঁজোয়া যান এবং বিমানবাহিনীর (Luftwaffe) সমন্বয়ে শত্রুপক্ষের ওপর অতর্কিত ও প্রবল আক্রমণ চালানো হয়।
- শত্রুর প্রতিরক্ষা ব্যূহ তৈরি বা পাল্টা ব্যবস্থা নেওয়ার আগেই এই কৌশলে জার্মানি পোল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডস খুব দ্রুত দখল করে নিয়েছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions