In which generation, the microprocessor was introduced in the computer system?
A Second Generation
B Third Generation
C Fourth Generation
D Fifth Generation
Solution
Correct Answer: Option C
কম্পিউটার আবিস্কার হওয়ার পর থেকে এর প্রযুক্তিগত উন্নতি ,কাজের গতি এবং আকৃতিগত পরিবর্তন বা বিবর্তন ঘটতে থাকে ।কম্পিউটারের বিবর্তন ও বিকাশের এক একটি ধাপকে প্রজন্ম বলে।কম্পিউটারের প্রজন্মকে পাচ ভাগ ভাগ করা হয়েছে ।যথা -
১ম : ১৯৫১-৫৯ ------ভ্যাকুয়াম টিউব এর ব্যবহার
২য় : ৯৫৯-৬৫ -------ট্রানজিস্টরের ব্যবহার
৩য় : ১৯৬৫-৭১ ------IC চিপ এর ব্যবহার
৪র্থ : ১৯৭১- বর্তমান --মাইক্রোপ্রসেসর এর ব্যবহার
৫ম : ভবিষ্যৎ প্রজন্ম কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার