একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি.। ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার হলে ট্রেনটি ১৬০ মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে?

A ৩০ সেকেন্ড

B ৩৬ সেকেন্ড

C ৪০ সেকেন্ড

D ৪৮ সেকেন্ড

Solution

Correct Answer: Option B

ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
মোট দৈর্ঘ্য = (২০০ + ১৬০) মিটার
= ৩৬০ মিটার

আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার
∴ ৩৬ কি.মি = (১০০০ × ৩৬) মিটার
= ৩৬০০০ মিটার

৩৬০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩৬০০০ সেকেন্ডে
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৩৬০)/৩৬০০০ সেকেন্ডে
= ৩৬ সেকেন্ডে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions