'ঘেউ ঘেউ' কোন প্রকার দ্বিরুক্ত শব্দের উদাহরণ?

A অব্যয়ের দ্বিরুক্তি

B সমার্থক দ্বিরুক্তি

C ধ্বন্যাত্মক দ্বিরুক্তি

D শব্দের দ্বিরুক্তি

Solution

Correct Answer: Option C

- কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
- এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।
- যেমন:
• কুকুরের ধ্বনি- ঘেউ ঘেউ (জীবজন্তুর ধ্বনির অনুকার);
• মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি- ভেউ ভেউ (মানুষের ধ্বনির অনুকার);
• ধান কাটার শব্দ- ঘচাঘচ (বস্তুর ধ্বনির অনুকার)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions