Who is the pioneer of the idea Gross National Happiness (GNH)?
A Jigme Khesar Namgyel Wangchuck
B Dasho Jigme Dorji Wangchuck
C Dechen Yangzom Wangchuck
D Jigme Singye Wangchuck
Solution
Correct Answer: Option D
মহামতি গৌতম বুদ্ধের দর্শনে অনুপ্রাণিত হয়ে ১৯৭২ সালে ভুটানের সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুক Gross National Happiness সূচক আবিস্কার করেন ।এ সূচকের মূলকথা অর্থনৈতিক উন্নয়নের সাথে নাগরিকের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া ।জাতীয় সুখ সূচকে ৯ টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে ।মানসিক শান্তি ,স্বাস্থ্য ,শিক্ষা ,সময়ের সুব্যবহার ,সাংস্কৃতিক জীবনীশক্তি ,পরিবেশগত বৈচিত্র্য ও সহনশীলতা এবং জীবনযাত্রার মান ।