আন্তর্জাতিক সমুদ্র আইন কার্যকর হয় কত সালে?
A ১৯৮২
B ১৯৮৪
C ১৯৯৪
D ১৯৯৬
Solution
Correct Answer: Option C
- আন্তর্জাতিক সমুদ্র আইন মূলত জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন (UNCLOS - United Nations Convention on the Law of the Sea) দ্বারা পরিচালিত হয়।
- UNCLOS ১৯৮২ সালে গৃহীত হয় এবং এটি ১৯৯৪ সালে কার্যকর হয়।
- এটি সমুদ্রের বিভিন্ন অঞ্চলের জন্য নির্দিষ্ট বিধান প্রদান করে।