কোন সংস্থা সমুদ্র তলদেশের সম্পদ ব্যবস্থাপনা করে?
A UNCLOS
B IMO
C ITLOS
D International Seabed Authority
Solution
Correct Answer: Option D
আন্তর্জাতিক সমুদ্র আইন বাস্তবায়নে বিভিন্ন সংস্থা কাজ করে:
- আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (IMO): শিপিং নিরাপত্তা এবং দূষণ নিয়ন্ত্রণে কাজ করে।
- আন্তর্জাতিক সমুদ্রবিচার ট্রাইব্যুনাল (ITLOS): UNCLOS-এর অধীনে বিরোধ নিষ্পত্তি করে।
- আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ (International Seabed Authority): সমুদ্র তলদেশের সম্পদ ব্যবস্থাপনা করে।