নরওয়ে উত্তর ইউরোপের একটি রাজতান্ত্রিক রাষ্ট্র, যার সরকারি নাম নরওয়ে রাজ্য।
- এর রাজধানী শহরের নাম অসলো এবং মুদ্রার নাম Krone.
- নরওয়ে ১৯ টি রাজ্য নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজতান্ত্রিক রাষ্ট্র।
যে সকল দেশের মূদ্রার নাম "ডলার" সেগুলা মনে রাখারউপায়ঃ
(গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল)
গ- গায়ান
নি- নিউজিল্যান্ড
মা- মার্কিন যুক্তরাষ্ট্র
ঝি- জিম্বাবুয়ে
জা-জামাইকা
H- হংক
S- সিংগাপুর
C- কানাডা
B- বেলিজ
B- ব্রুনাই
A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা
গেল-গ্রানাডা।