www দিয়ে কি বোঝায়?

A World Web Wide

B World Wide Web

C Web World Wide

D Web wide World

Solution

Correct Answer: Option B

WWW এর পূর্ণরুপ হল World Wide Web, একে সংক্ষেপে ওয়েব পেজ বা ওয়েব বলে ।
- টিম বারনাস লিকে WWW এর জনক বলা হয় ।
- ১৯৮৯ সালে সুইজারল্যান্ড CERN ল্যাবে দায়িত্ব পালনকালে তিনিত এর উদ্ভাবন করেন.
- WWW হল পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেজ । এর মাধ্যমে ভ্রমণ করে ইন্টারনেট ব্যবহারকারীগণ পৃথিবীর বিভিন্ন স্থানে যে তথ্যভাণ্ডার রয়েছে তার যে কোনটিতে পৌছে যেতে পারেন । সাধারণত text,গ্রাফিক্স ,অডিও বা ভিডিও যেভাবেই থাকুক না কেন ওয়েবসাইট ব্যবহারকারীগণ নিজেদের কম্পিউটারের পর্দায় তা হুবহু দেখতে পায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions