Solution
Correct Answer: Option B
- ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার বিজয়ী হিসেবে নির্বাচিত হন ভারতীয় লেখক, আইনজীবী ও মানবাধিকারকর্মী বানু মুশতাক।
- তাঁর লেখা Heart Lamp নামে কান্নাড়া ভাষার একটি ছোটগল্প সংকলনের জন্য এই সম্মাননা দেওয়া হয়, যা ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি।
- ১২টি গল্পের এই সংকলনে দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবনের বাস্তবচিত্র উঠে এসেছে।
- বুকার পুরস্কারের ৫০,০০০ পাউন্ড লেখক ও অনুবাদকের মাঝে সমানভাবে ভাগ করা হয়।
- উল্লেখযোগ্যভাবে, বানু মুশতাকই প্রথম কান্নাড়া ভাষার লেখক, যিনি আন্তর্জাতিক বুকার পুরস্কার অর্জন করেন।