নিম্নের কোন অ্যামপ্লিফায়ারের দক্ষতা সর্বোচ্চ?
Solution
Correct Answer: Option D
- Class-C অ্যাম্প্লিফায়ারের দক্ষতা সর্বোচ্চ।
- কারণ এটি সংকেতের খুব কম অংশকে পরিবর্ধিত করে এবং অধিকাংশ সময় ট্রানজিস্টর কাট-অফ অবস্থায় থাকে, ফলে পাওয়ার লস কম হয়।
- এর দক্ষতা প্রায় ৭৫-৯০% পর্যন্ত হতে পারে, যা অন্যান্য ক্লাসের অ্যাম্প্লিফায়ারের তুলনায় বেশি।