জাপানের বর্তমান সম্রাটের নাম কি?
A নারুহিতো
B হারুহিতো
C হানসেন
D ইউশিহিদো সুগা
Solution
Correct Answer: Option A
নারুহিতো জাপানের বর্তমান সম্রাট। তিনি ২৩ ফেব্রুয়ারি ১৯৬০ এ জন্মগ্রহণ করেন। তার পিতা আকিহিতোর সিংহাসন ত্যাগের পর তিনি ১ মে ২০১৯ থেকে সম্রাট হিসেবে অধিষ্ঠিত হন। জাপানের ঐতিহাসিক রাজ্য অভিষেক এর ক্রম অনুসারে তিনি জাপানের ১২৬তম শাসক।