কোন দেশটি 'পার্ল অব অ্যান্টিলিজ' নামে পরিচিত?
A কানাডা
B কিউবা
C কানাডা
D বলিভিয়া
Solution
Correct Answer: Option B
'পার্ল অব অ্যান্টিলিজ' নামে পরিচিত দেশ কিউবা। একে মুক্তার দেশ বলা হয়। কিউবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম ও সবচেয়ে পশ্চিমে অবস্থিত দ্বীপ। উর্বর ভূমি এবং আখ ও তামাকের ফলনের প্রাচুর্যের ফলে কিউবা ইতিহাসের অধিকাংশ সময় ধরেই ক্যারিবীয় অঞ্চলের সবচেয়ে ধনী রাষ্ট্র। হাভানা কিউবার রাজধানী।