শিকোকু হল জাপানের চারটি মূল দ্বীপের মধ্যে ক্ষুদ্রতম। যে চারটি প্রদেশে দ্বীপটি বিভক্ত ছিল, সেই চারটি প্রদেশ ছিল আওয়া, তোসা, সানুকি ও ইয়ো। জাপানের অন্য ৩ টি মূল দ্বীপ হলো- হোক্কাইড, হনসু ও কিউসু।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions