Solution
Correct Answer: Option D
- Convention on Biological Diversity (CBD) হল জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবহার এবং জিনগত সম্পদের ন্যায্য ও সমতাভিত্তিক ব্যবহার নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত পৃথিবী সম্মেলন (Earth Summit)-এ গৃহীত হয় এবং ১৯৯৩ সালের ২৯ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
- এর সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- CBD-এ বর্তমানে ১৯৬টি দেশ সদস্য রয়েছে ।
- মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিতে স্বাক্ষর করলেও এটি অনুমোদন করেনি।