- মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। - জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়। - এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। - সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
গুরুত্বপূর্ণ দিবস সমূহঃ - বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল - অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল - আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে - বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে - রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে - বিশ্ব পরিবেশ দিবস : ৫জুন - বিশ্ব নারী দিবস : ৮ মার্চ - জাতীয় পাট দিবস : ৬ মার্চ। - জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ - বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ - আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ - আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ - বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল - বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন - আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার - আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর - আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর - জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর। - আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions