এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?
A জিব্রাল্টার প্রণালি
B বসফরাস প্রণালি
C বাবেল-মান্দেব প্রণালি
D বেরিং প্রণালি
Solution
Correct Answer: Option C
- প্রণালী হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে।
- অর্থাৎ প্রণালী একই সাথে দুটি ভূমিকে যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলধারাকে সংযুক্তও করে।
- 'বাবেল মান্দেব প্রণালী এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে এডেন সাগর / আরব সাগরের সাথে লোহিত সাগরকে।