নিচের কোনটি সুকুমার রায়ের রচনা?

A তাল গাছ

B চোখের বালি

C আবোল তাবোল

D ভোর হল

Solution

Correct Answer: Option C

- সুকুমার রায় একজন বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে 'ননসেন্স রাইমের' প্রবর্তক।
- তিনি 'সন্দেশ' পত্রিকা সম্পাদনা করতেন।

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো:
- আবোল-তাবোল (১৯২৩),
- হ-য-ব-র-ল (১৯২৪), 
- পাগলা দাশু (১৯৪০),
- বহুরূপী (১৯৪৪),
- খাইখাই (১৯৫০),
- শব্দকল্পদ্রুম,
- ঝালাপালা ইত্যাদি।

অন্যদিকে, 
- 'চোখের বালি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- এটি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিকমূলক সামাজিক উপন্যাস।

- ভোর হলো দোর খোল/ খুকুমনি ওঠো রে - কবিতার কবি কাজী নজরুল ইসলাম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions