Which one will be used in nuclear power plant?
A Uranium-232
B Uranium-235
C Uranium-239
D Uranium-238
Solution
Correct Answer: Option B
- যে যান্ত্রিক চুল্লির মাধ্যমে পারমাণবিক বিক্রিয়ায় নিউট্রনকে নিয়ন্ত্রণের মাধ্যমে প্রচুর পরিমাণে পারমাণবিক শক্তি উৎপন্ন করা যায় তাকে পারমাণবিক চুল্লি বলে।
- পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম-২৩৫ ব্যবহৃত হয়।
- বর্তমানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পারমাণবিক চলি রয়েছে।