ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে?
A জুলিয়াস সিজার
B হাম্বুরাবি
C সম্রাট আলেকজান্ডার
D এরিস্টটল
Solution
Correct Answer: Option B
ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা হাম্বুরাবি। রাজা হাম্মুরাবি কঠোর হাতে মেসোপটেমিয়া শাসন করেছেন। তিনি আইন প্রণয়ন ও অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করেছিলেন। তাঁর আইনগুলো 'কোড অব হাম্মুরাবি' নামে পরিচিত। এটি সবচেয়ে পুরোনো লিখিত আইন।