Solution
Correct Answer: Option B
- ‘উত্তরের ভেনিস’ বলা হয় স্টকহোম শহরকে।
- স্টকহোম সুইডেনের রাজধানী এবং এটি একটি দ্বীপপুঞ্জের ওপর অবস্থিত।
- শহরটি ১৪টি দ্বীপ নিয়ে গঠিত এবং এর মধ্য দিয়ে ৫০টিরও বেশি সেতু রয়েছে।
- শহরের চারপাশে জলাভূমি এবং খাল থাকায় এটি ভেনিসের মতো দেখতে, যা একে "উত্তরের ভেনিস" নামে পরিচিত করেছে।